
বিনোদন ডেস্ক : বাংলাদেশের চলচ্চিত্রে নব্বই দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়কের নাম সালমান শাহ। ঢাকাই ছবিতে যার আগমন ঘটেছিল অনেকটা ধূমকেতুর মত। মাত্র তিনবছরের ক্যারিয়ারে উপহার দিয়েছিলেন ২৭টি ছবি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ । মারা যাওয়ার ২৩ বছরেও জানা যায়নি তিনি কীভাবে মারা গেছেন, না-কি তাকে হ’ত্যা করা হয়েছে?
সালমান শাহর পরিবারের দাবি, তাকে মেরে ফেলা হয়েছে। অন্যদিকে সিআইডি ও বিভাগীয় তদন্তে বলা হয়েছে, সালমান শাহ আত্মহ’ত্যা করেছেন। তিন বছর ধরে পিবিআই সামলান শাহর অপমৃত্যুর মামলাটি অধিকতর তদন্ত করছেন। সাক্ষী হিসেবে বিচারকের কাছে সালমান শাহর স্ত্রী সামিরাসহ সাতজন জবানবন্দি দিয়েছেন। তদন্তে ভালো কিছু পাবেন- এমন আশা তদন্তকারী কর্মকর্তার।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যুর মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সাক্ষী হিসেবে আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় সালমান শাহর স্ত্রী সামিরা হক ওয়াইজ, মামা আলমগীর কুমকুম, আবুল হোসেন খান, মনোয়ারা বেগম, ডলি বেগম, নুরুদ্দিন জাহাঙ্গীর ও আশরাফুল হক ডন পূর্ব ঘটনা সম্পর্কে জবানবন্দি দেন। তাদের দেয়া জবানবন্দি পর্যালোচনা করা হচ্ছে। আশা করছি, তদন্তে ভালো কিছু পাওয়া যাবে।
সালমান শাহর মা নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, চিত্রনায়ক সালমান শাহকে হ’ত্যা করা হয়েছে। মামলাটির সঠিক তদন্ত হলে এর মূল রহস্য উদঘাটন হবে।
সালমান শাহর অপমৃত্যুর মামলার অধিকতর প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ অক্টোবর দিন ধার্য রয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরবর্তীতে ‘ছেলেকে হ’ত্যা করা হয়েছ ‘- এমন অভিযোগ এনে মামলাটি হ’ত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি। অপমৃত্যুর মামলার সঙ্গে হ’ত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। সালমান শাহর মৃত্যুর ঘটনাটি তদন্ত করে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি।
চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে ‘আত্মহ’ত্যা’ বলে উল্লেখ করা হয়। ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে ওই চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে কমরউদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


