স্পোর্টস ডেস্ক : এ মুহূর্তে হলান্ড যে নরওয়ের সবচেয়ে বড় তারকা, তাতে হয়তো কেউ দ্বিমত করবেন না। ২৩ বছর বয়সী ফুটবলার সেই সুযোগ রাখছেনও না। তার কাঁধে ভর করেই বুধবার (৫ জুন) প্রীতি ম্যাচে কসোভোকে হারিয়েছে নরওয়ে।
কসোভোর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে নরওয়ে। দলের প্রতিটি গোলই এসেছে হলান্ডের পা থেকে। এ ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ২২তম হ্যাটট্রিকের দেখা পেলেন তিনি। জাতীয় দলে ৩টি হ্যাটট্রিকের পাশাপাশি ক্লাবের হয়ে করেছেন ১৯ হ্যাটট্রিক।
অসলোয় ১৫ মিনিটেই জালের দেখা পান হলান্ড। ওই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা। ম্যানসিটি ফুটবলার দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৭০ মিনিটে। পাঁচ মিনিট পর পূরণ করেন হ্যাটট্রিক। এর মাধ্যমে জাতীয় দলের হয়ে ৩২ ম্যাচে গোলের ট্যালিটাকে ৩০-এ উন্নীত করলেন তিনি।
হলান্ডের মতো বিশ্বসেরা একজন ফুটবলার পেয়েও নরওয়ে জ্বলে উঠতে পারছে না। কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দেশটি। এবার সুযোগ পেল না ইউরোতেও। প্রীতি ম্যাচ শেষে অন্য দলগুলো যখন ইউরো খেলতে নামবে, হলান্ডকে তখন শুধু দেখেই যেতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।