
এ সময় রফিকুল ইসলাম ভিক্ষুক মনোহর আলীর ঝুঁপড়ি ঘরে কিছুক্ষণ অবস্থানও করেন এবং বাড়ি নির্মাণ না হওয়া পর্যন্ত তাকে বাড়ি ভাড়ার টাকা দেয়ারও আশ্বাস দেন।
এ ব্যাপারে মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, ‘আমরা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণের খোঁজ খবর নেয়া আমাদের নৈতিক দায়িত্ব।’
তিনি বলেন, ‘বাংলাদেশের আনাচে কানাচে অনেক মনোহর আলী পড়ে আছে। একজন মনোহর আলী স্ত্রী সন্তান নিয়ে এভাবে দুঃখ কষ্টে থাকবে তা মেনে নেয়া যায় না। আমরা তাকে জায়গা কিনে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ একটি ঘর প্রদান করবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


