জুমবাংলা ডেস্ক : মজুদ শেষ হওয়ায় পাঁচটি লটে প্রায় ২৪২ কোটির বেশি টাকার মুখে খাওয়ার বড়ি কেনাকাটায় অনিয়মের অভিযোগ ওঠে। সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে পছন্দের সরবরাহকারীকে কাজটি পাইয়ে দিতে একটি চক্র কাজ করছে। বিষয়টি নিয়ে গত ১২ মার্চ কালবেলায় জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনতে বঞ্চিত করার পায়তারা সর্বনিম্ন দরদাতাকে শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এরপর পরিবার পরিকল্পনা অধিদপ্তর নড়েচড়ে বসে।
অভিযোগের পর অধিদপ্তর দরপত্রটি বাতিল করে। গত ১৩ মার্চ অধিদপ্তরের উপকরণ ও সরবরাহ ইউনিটের পরিচালক জাকিয়া আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি হয়। এরপর সর্বনিম্ন দরদাতা টেকনো ড্রাগস দরপত্র বাতিলের বিরুদ্ধে আপত্তি জানায়।
বৃহস্পতিবার (১৪ মার্চ) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপকরণ ও সরবরা ইউনিটের পরিচালক বরাবর অভিযোগ জানায় টেকনো ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন আহমেদ। সেখানে দরপত্র বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
ওই চিঠিতে বলা হয়, দরপত্রের সকল শর্ত মেনে অংশগ্রহণ করি। সর্বনিম্ন দরদাতা হিসেবে কার্যাদেশ না দিয়ে দরপত্র বাতিল করায় আমাদের বঞ্চিত করা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট আইনের কোন ধারা অনুয়ায়ী দরপত্র বাতিল করা হলো তা আমাদের বোধগম্য নয়। ফলে পিপিআর ২০০৮ এর বিধি ৫৬ (খ) এর উপবিধি (৯) এবং (১১) অনুসারে আমাদের প্রতিষ্ঠান অভিযোগ দাখিল করেছে। দরপত্র মূল্যায়ণ কমিটি দরপত্র দলিলে উল্লিখিত নির্ণয়কের আলোকে দরপত্র মূল্যায়ন না করে আমাদের প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে বঞ্চিত করেছে। এছাড়াও এ ধরণের দুর্নীতি বা চক্রান্তমূলক কার্যকলাপ সন্দেহের সৃষ্টি করেছে। তাই এ বিষয়ে প্রতিকার ও সুবিচার চেয়ে অভিযোগ পেশ করছি।
মুখে খাওয়ার বড়ি কেনাকাটার নথি বিশ্লেষণ করে দেখা যায়, ফিল্ড সার্ভিসেস ডেলিভারি (এফএসডি/জিডি)-৪ এর আওতায় জিওবি (উন্নয়ন) আরপিএ ( জিওবি) খাতের অর্থায়নে ৫টি লটের মাধ্যমে মুখে খাওয়ার জন্মনিরোধক বড়ি কেনাকাটার উদ্যোগ গ্রহণ করা হয়। গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দরপত্র কিনে সাতটি সরবরাহকারী প্রতিষ্ঠান। শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ে (২৮ ফেব্রুয়ারি) ঔষধ উৎপাদক প্রতিষ্ঠান রেনেটা, টেকনো ড্রাগস লিমিটেড ও পপুলার ফার্মাসিউটিক্যালস দরপত্র জমা দেয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রতি ইউনিট মুখে খাওয়ার বড়ি ৫০ দশমিক ৫০ টাকার মধ্যে কেনার কথা রয়েছে। সেই হিসেবে ৪৮ মিলিয়ন সাইকেল মুখে খাওয়ার বড়ি কেনায় ব্যয় ধরা হয়েছে ২৪২ কোটি ৪০ লাখ টাকা। দরপত্রে অংশ নিয়ে টেকনো ড্রাগস প্রতি ইউনিট মুখে খাওয়ার বড়ির দাম ধরে ৪৬ দশমিক ৮৫ টাকা। পপুলার ফার্মাসিউটিক্যালস ও রেনেটা প্রতি ইউনিটের দাম ধরে ৪৯ দশমিক ৭৫ টাকা।
দরপত্রের নথির তথ্যমতে, দেশে ফুরিয়ে আসছে মুখে খাওয়ার জন্মনিয়ন্ত্রণ বড়ির মজুদ। তাই জরুরি ভিত্তিতে এসব বড়ি কেনার উদ্যোগ নেয় সরকার। দরপত্রে অংশ নেয় টেকনো ড্রাগস লি:, রেনেটা ও পপুলার ফার্মাসিউটিক্যালস লি: দরপত্রে অংশগ্রহণ করে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতি ইউনিট মুখে খাবার বড়ি ৫০ দশমিক ৫০ টাকার মধ্যে কেনার উদ্যোগ নেয়। সে হিসেবে ৪ কোটি ৮০ লাখ সাইকেল পিল কেনার ব্যয় ধরা হয়েছে ২৪২ কোটি ৪০ লাখ টাকা। সেখানে সর্বনিম্ন দরদাতা ছিল টেকনো ড্রাগস।
৪৫ মিলিয়ন সাইকেল মুখে খাওয়ার বড়ি কেনাকাটায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পরিকল্পনা অধিশাখা) যুগ্মসচিব ড. সৈয়দা সালমা বেগম, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পরিচালক (প্রশাসন ও অর্থ) এস এম শাহীন পারভেজ, রপ্তানী উন্নয়ন ব্যুরোর পরিচালক মাহমুদুল হাসান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (অর্থ) ও লাইন ডাইরেক্টর (ফিল্ড সার্ভিসেস ডেলিভারি ইউনিট) বিপ্লব বড়ুয়া ও পরিচালক (এমসিএইচ- সার্ভিসেস) ডা. মোঃ মুনীরুজ্জামান সিদ্দীকীসহ সাত সদস্যের একটি দরপত্র পুনর্মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতে দরপত্রের মুখে খাওয়ার বড়ি কেনাকাটার কথা রয়েছে। এদিকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (উপকরণ ও সরবরাহ) জাকিয়া আখতার দরপত্র উন্মুক্তকরণ কমিটির সভাপতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।