বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের আবেদনময়ী নায়িকা, যাকে পর্দায় দেখলে পুরুষদের মনে ঝড় উঠত সেই মমতা কুলকার্নি ২৫ বছর পর মুম্বাইয়ে পা রাখলেন। তাহলে কি বলিউডে কামব্যাক করছেন?
গুঞ্জন শুরু মমতার একটি ভিডিও থেকে। অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি বলেছেন, ‘বহু বছর পর ভারতে এলাম। আমার প্রিয় মুম্বাইয়ে পা দিলাম।’
এই ভিডিওতে মমতা আরও বলেন, মুম্বাইয়ে ফিরে এসে সত্যিই নস্ট্যালজিক লাগছে। ২০০০ সালে মুম্বাই ছেড়েছিলাম। এবার ফিরলাম। এত বছর পর আমার দেশকে দেখে ভালো লাগছে। অনেক উন্নতি করেছে। চোখে জল এসে গিয়েছিল যখন মুম্বাই বিমানবন্দরে পা দিই।
এই আবেগঘন ভিডিও পোস্ট করলেও, মমতা কিন্তু পরিষ্কার করেননি কেন তিনি এত বছর পর মুম্বাইয়ে এসেছেন। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, বলিউডের এক পরিচালকের কাছ থেকে নতুন ছবির অফার পেয়েছেন। সেই কারণেই ভারতে ফেরা।
অন্যদিকে, সম্প্রতি ফের মুক্তি পেয়েছে মমতা কুলকার্নি অভিনীত সুপারহিট ছবি ‘করণ-অর্জুন’। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ২০২৪-এও দারুণ সাড়া ফেলেছে। এই ছবিতে সালমান খানের বিপরীতে দেখা গিয়েছিল মমতা কুলকার্নিকে।
২০০২ সালে ‘কাভি তুম কাভি হাম’ ছবিতে শেষ বারের মতো অভিনয় করতে দেখা যায় মমতাকে। তার পর ইন্ডাস্ট্রি থেকে একেবারে উধাও হয়ে যান তিনি। চার বছর পর মমতার নাম উঠে আসে মাদক পাচারকাণ্ডে। ভিকি গোস্বামী নামে এক মাদক পাচারকারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি।
এর পর মুম্বাই ছেড়ে ভিকি এবং মমতা দু’জনেই দুবাই চলে যান। ভিকি পাঁচ বছরের হেফাজতে থাকার শাস্তি পান। জেল থেকে ফিরে এলে মমতাকে নিয়ে কেনিয়ায় চলে যান ভিকি।
শোনা যায় যে, ২০১৩ সালে দু’জনে বিয়ে করেন। যদিও বিয়ের কথা কখনও স্বীকার করেননি মমতা।
২০২২ সালে আবার ক্যামেরার সামনে আসেন মমতা। কিন্তু বড় বা ছোট পর্দা নয়, ফোনের ক্যামেরার সামনে এসে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। এই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় আবার তাকে নিয়ে চর্চা শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।