বিনোদন ডেস্ক : ‘সারফারোশ’, ‘শূল’, ‘মুন্না ভাই এমবিবিএস’ এর মতো জনপ্রিয় বলিউড সিনেমার ছোটখাটো চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। দীর্ঘ ১২ বছর সংগ্রাম করার পর অবশেষে পছন্দের চরিত্রগুলোতে অভিনয়ের সুযোগ পান এই অভিনেতা।
তবে ফিল্ম ক্যারিয়ারে নিজের পাকাপোক্ত জায়গা করে নিতে প্রচণ্ড সংগ্রাম করতে হয়েছিল এই নওয়াজকে। শুধু তাই নয়, একটা সময় এমনও পরিস্থিতি হয়েছিল যখন কাজ করেও নিজের প্রাপ্য অর্থ পাননি তিনি। সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে সে প্রসঙ্গেই মুখ খুলেছেন নওয়াজ।
নওয়াজ জানান, রাম গোপাল বার্মার ‘শূল’ ছবিতে রেঁস্তোরা একজন ওয়েটারের চরিত্রে অভিনয় করেছিলেন নওয়াজ। কথা ছিল, এই চরিত্রে অভিনয়ের জন্য তাকে ২৫০০ টাকা দেওয়া হবে। যা এখনও পাননি তিনি। এরপর সেই ঘটনার ৬/৭ মাস টানা সেই ছবির প্রযোজকের অফিসে ঘুরে বেড়িয়েছেন নওয়াজ, কিন্তু মেলেনি কোন সুরাহা। এরপরই তিনি একটা বুদ্ধি বের করেন টাকা আদায়ের, যা কেউ ধরতে পারবে না।
তিনি বলেন, প্রাপ্য ২৫০০ টাকা আদায়ের জন্য প্রযোজকের অফিসে যেয়ে তা না মিললেও, জুটত খাবার। এরপর আমি চালাকি করলাম, ঠিক খাওয়ার সময়ই ওদের অফিসে পৌঁছে যেতাম। আমাকে ওরা জিজ্ঞেস করত, ‘খাবার খাবি?’ আমি বলতাম, ‘হ্যাঁ’। ওরা বলত, ‘টাকা তো পাবি না তুই, আয় খাবারই খেয়ে যা।’ তো আমি এভাবে এক-দেড় মাস খাবার খেলাম। যা থেকেই আমার পাওনা টাকা উসুল হয়ে গেল, সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নওয়াজ।
নওয়াজের হাতে রয়েছে এখন ‘হিরোপন্তি ২’ সিনেমাটি, যেখানে খলনায়কের চরিতে দেখা যাবে তাকে। এছাড়াও ছবিটির মূখ্য ভূমিকায় থাকছেচ টাইগার শ্রফ ও তারা সুতারিয়া। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।