২৫০ কোটির বাড়ি, সবচেয়ে ধনী তারকাসন্তান এখন রাহা!

বিনোদন ডেস্ক : কয়েকমাস আগেই মেয়ে রাহাকে প্রথমবারে মতো ক্যামেরার সামনে এনেছিলেন রণবীর-আলিয়া দম্পতি। আর প্রথম দর্শনেই সবার নয়নের মনি হয়ে যান রাহা। প্রচণ্ড মিষ্টি দেখতে রাহা এখন মিডিয়ারও নজরে থাকেন সবসময়। এবার নতুন করে শিরোনামে উঠে এলেন রণবীরকন্যা।

বয়স মাত্র ১ বছর ৪ মাস বয়স, অথচ এখনই ভারতের সবচেয়ে ধনী তারকাসন্তানের খেতাব পেতে যাচ্ছে রাহা! মেয়ের নামে ২৫০ কোটি টাকার বাড়ি করছেন রণবীর-আলিয়া। যার ফলে সবচেয়ে ধনী তারকাসন্তান এখন রাহাই!

মুম্বাইয়ের বান্দ্রা গড়ে উঠছে রণবীর-আলিয়ার নতুন বাড়ি। বলিউড লাইফের প্রতিবেদন অনুসারে কাপুর দম্পতি এই বাড়ি তৈরি করতে খরচ করছেন ২৫০ কোটি টাকা। আর্থিক মূল্যের দিক থেকে কিং খান শাহরুখের ‘মান্নাত’, অমিতাভ বচ্চনের ‘জলসা’কে নাকি পেছনে ফেলে দেবে রণবীর আলিয়ার এই বাড়ি!

এক ঘনিষ্ঠ সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, ‘রণবীর ও আলিয়া দুজনেই তাদের কষ্টার্জিত অর্থ সমানভাবে তাদের স্বপ্নের বাড়ি তৈরিতে খরচ করছেন।

সব কাজ শেষ হলে বাড়িটির দাম দাঁড়াবে ২৫০ কোটি টাকারও বেশি। যা শাহরুখ খানের ‘মান্নাত’ আর অমিতাভ বচ্চনের ‘জলসা’কে ছাপিয়ে এটিই হয়ে উঠবে মুম্বাইয়ে সবচেয়ে দামি বাংলো।’

সূত্রটি আরও জানিয়েছে, ‘রণবীর কাপুর তাঁর মেয়ে রাহার জন্য একেবারেই পাগল। আর তাই ঠিক করে ফেলেছেন মেয়ের নামেই বাংলোটির নাম রাখবেন।আর তাতেই রাহা হয়ে উঠবে বলিউডের সবচেয়ে ধনী তারকা সন্তান।’

শোনা যাচ্ছে, রণবীর-আলিয়া তাদের এই বাংলা নাকি মেয়ে রাহাকে উপহার হিসাবে দেবেন! রাহা কাপুরের নামেই বাংলোর নামকরণ করা হবে। অর্থাৎ ছোট্ট রাহাই তখন হয়ে উঠবে বলিউডের কনিষ্ঠতম এবং ধনী তারকাসন্তান। এই বিশাল বাংলোর পাশাপাশি আলিয়া ও রণবীর দুজনেরই বান্দ্রা এলাকায় চারটি ফ্ল্যাট রয়েছে যার মূল্য প্রায় ৬০ কোটি টাকারও বেশি।

বুধবার (২৭ মার্চ) নিজেদের নতুন এই বাংলোর কাজ পরিদর্শনে গিয়েছিলেন রণবীর-আলিয়া ও নীতু কাপুর।

যার এক ঝলক উঠে এসেছিল পাপারাৎজিদের ক্যামেরায়। যেখানে রণবীরকে বাড়ির বেলকনি থেকে আশেপাশের এলাকায় নজর রাখতে দেখা যায়। অন্যদিকে আলিয়াকে তাঁর শাশুড়ি নীতুকে নিয়ে বাংলোয় প্রবেশ করতে দেখা যায়।