২৫,৫০০ কোটির ঋণ ঋণ নিতে চায় মুকেশ আম্বানির রিলায়েন্স

আন্তর্জাতিক ডেস্ক : ব্লুমবার্গের এক রিপোর্টে উঠে এসেছে,দেনা শোধের মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবার রেকর্ড ২৫,৫০০ কোটি টাকা ঋণ নিতে চাইছে।

ঋণের টাকার অঙ্কে গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে এই বিপুল পরিমাণ টাকা রেকর্ড তৈরি করে ফেলেছে।

রিপোর্ট বলছে, বহু ঋণদাতাদের সঙ্গে এবার কথা শুরু করেছে রিলায়েন্স।এই ঋণ ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে ‘ওয়াইডার মার্কেটে’ সিন্ডিকেট করা হবে। জানা যাচ্ছে, যে ঋণ নিয়ে এই বকেয়া টাকা শোধ করার চেষ্টায় রয়েছে রিলায়েন্স সেই ঋণ নেওয়ার চূড়ান্ত শর্ত কী হতে পারে তা এখনও স্থির হয়নি বলে খবর।

তবে রিপোর্ট বলছে, পরের বছর এই ইন্ডাস্ট্রিজের ধার মেটানোর দায়বদ্ধতা ২.৯ বিলিয়ন মার্কিন ডলার।