বলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা সালমান খান ও অভিনেত্রী কারিশমা কাপুর। এই জুটি নব্বই দশকে হিন্দি সিনেমা সফল ভাবে মাতিয়ে রেখেছিলোন। খুব বেশি সিনেমায় তারা অভিনয় করেননি। তবে যে কয়টি কাজ করেছেন সেগুলো সাফল্যের মুখ দেখেছে। তারমধ্যে অন্যতম ‘বিবি নম্বর ওয়ান’।
১৯৯৯ সালে সিনেমাটি মুক্তি পায়। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল সিনেমা। আবারো ২৫ বছর পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ক্লাসিক ‘বিবি নম্বর ওয়ান’ ভারতসহ নানা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ২৯ নভেম্বর থেকে। নতুন করে সিনেমাটি মুক্তি পাওয়ার খবরে বেশ আনন্দিত কারিশমা কাপুর। তিনি ভক্তদের ছবিটি উপভোগ করতে আমন্ত্রণ জানিয়েছেন।
সালমান ও কারিশমার সঙ্গে সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সাবেক মিস ওয়ার্ল্ড সুস্মিতা সেনের। কমেডি ঘরানার রোমান্টিক গল্পের এ ছবিটি পরিচালনা করেছেন ডেভিড ধাওয়ান।
১৯৯৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি স্বামী-স্ত্রীর ভালোবাসা, বিশ্বস্ততা এবং পারিবারিক দায়বোধের গল্প তুলে ধরে। এতে প্রেম চরিত্রে সালমান খান এবং রূপালি চরিত্রের সুস্মিতা সেনের প্রেমে পড়ে যায়। যদিও তার ঘরে পূজা নামের সুন্দরী স্ত্রী আছে। পূজা চরিত্রে দর্শকের মনে দাগ কেটেছিল কারিশমার অভিনয়। ত্রিমুখী সম্পর্কের মজাদার রসায়নে ছবিটি দর্শকের মন জয় করেছিল।
সেইসঙ্গে সিনেমার সাফল্যের কারণ হিসেবে এর গানগুলোকেও প্রশংসা করা হয়। সঙ্গীত পরিচালক আনু মালিক ছবিটির জন্য মিষ্টি মধুর কিছু গান তৈরি করেছেন। সেগুলো আজও দর্শককে নস্টালজিক করে, আনন্দ দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।