Advertisement
পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংকের উদ্যোক্তা শেয়ার বিক্রি করবেন বলে ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা যায়, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক জনাব মাজাকাত হারুন ২৫ লাখ শেয়ার বিক্রি করবেন। তার মোট শেয়ার আছে ১ কোটি ৩৫ লাখ ৯৬ হাজার ১১৬টি।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে পাবলিক মর্কেটে ঘোষণাকৃত শেয়ার বিক্রি করবেন এই পরিচালক।
কোম্পানিটির শেয়ার দর সর্বশেষ ১০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। গত কালের তুলনায় শেয়ার প্রতিতে দর কমেছে ১০ পয়সা। ২০১৮ সালে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছেল।
‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।