জুমবাংলা ডেস্ক : ২৬ শতাংশ হারে সুদ নিয়ে ক্ষুদ্র ঋণ টিকে থাকতে পারবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর। কারণ হিসেবে তিনি বলেন, গ্রাহক এজেন্ট ব্যাংকের শাখা থেকে অর্ধেক সুদে ঋণ পাচ্ছেন। কাজেই ধীরে ধীরে প্রতিযোগিতায় টিকতে না পেরে চড়া সুদের ক্ষুদ্র ঋণ দেওয়া প্রতিষ্ঠানগুলো বাজার থেকে ছিটকে পড়বে।
বুধবার (২১ মে) পলিসি রিসার্চ ইন্সটিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আর্থিকখাতকে শক্তিশালী করা মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ৪৮ বিলিয়ন ডলার থেকে যে রিজার্ভ ২০ বিলিয়নে নেমে এসেছে, তা তিনি টেনে ৪০ বিলিয়নে উন্নতি করতে চান। আগামী মাসের মধ্যে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আর্থিক লেনদেনকে করমুক্ত করতে হবে দাবি করে ‘উদোর পিণ্ডি, বুদোর ঘাড়ে চাপানো’ যাবে না বলেও মন্তব্য করেন আহসান এইচ মনসুর।
এদিকে ১৯৭১ থেকে ২০২৪; দীর্ঘ ৫৩ বছরে দেশে ব্যাংকিং খাত কোন অবস্থায় পৌঁছেছে, তার একটা হিসেব কষেছে গবেষণা রিচার্স ইনন্সিটিউট-পিআরআই। তারা বলছে, ব্যাংক লোনের ৭৫ শতাংশই; মাত্র এক শতাংশ একাউন্টধারীর পকেটে। আবার, ব্যাংকের ৪২ শতাংশ ডিপোজিট, এক শতাংশ একাউন্টধারীর।
পিআরআইয়ের মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান জানান, গেলো পাঁচ বছরে লোনের ৬২ দশমিক ৯৫ শতাংশ ও ডিপোজিটের ৫১ দশমিক ৮ শতাংশ ঢাকা জেলায় এবং ডিপোজিটের ১৩ দশমিক ৫ শতাংশ ও লোনের ১৫ দশমিক ৪৫ শতাংশ চট্টগ্রামের গ্রাহকেরা নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।