বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : যত দিন যাচ্ছে, পাওয়ার ব্যাংকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিশেষত স্মার্টফোনে চার্জ দেওয়ার ক্ষেত্রে এই ডিভাইসটি অধিক পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। বাজারে ১০ হাজার এমএএইচ-এর পাওয়ার ব্যাংক সবচেয়ে বেশি বিক্রি হতে দেখা যায়। ৩০ হাজার এমএএইচ-এর পাওয়ার ব্যাংকের বিক্রিও বেড়েছে।
রীতিমতো চমকে দিয়ে হ্যান্ডি গেং নামক এক চীনা ব্যক্তি ২৭০ লাখ এমএএইচ-এর একটি পাওয়ার ব্যাংক তৈরি করেছেন। হ্যান্ডি পাওয়ার ব্যাংকটির একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে, ওই পাওয়ার ব্যাংকের মাধ্যমে একইসঙ্গে টিভি ও ওয়াশিং মেশিন চালানো যাবে!
এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী পাওয়ার ব্যাংক। বৈদ্যুতিক গাড়ির অন্তর্ভুক্ত সার্কিটের নকশাকে মাথায় রেখে এটি ডিজাইন করা হয়েছে।
এই পাওয়ার ব্যাংকে ১টি ইনপুটসহ ৬০টি আউটপুট রয়েছে, যা থেকে ২২০ ভোল্ট-এর আউটপুট পাওয়া যায়। এর মাধ্যমে একসঙ্গে ২০টি স্মার্টফোন, ট্যাবলেট ও ল্যাপটপের মতো গ্যাজেটে চার্জ দেওয়া যাবে। আবার, অত্যাধুনিক এই ইলেকট্রনিক ডিভাইসটির সাহায্যে ওয়াশিং মেশিন, টিভি এবং ইলেকট্রিক কুকারও একযোগে অনায়াসে চালানো সম্ভব।
পাওয়ার ব্যাংকটি আকারে এতটাই বড় যে, কোথাও নিয়ে যাওয়া কঠিন। এটি পোর্টেবল পাওয়ার ব্যাংক নয়। এর মধ্যে তিনটি পিন পোর্টও রয়েছে। আর পাঁচটি সাধারণ পাওয়ার ব্যাংকের মতোই যাতে দেখতে লাগে, সেজন্য বৃহদাকার জিনিসটিকে একটি মেটালিক কেসের মধ্যে প্যাক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।