২৭ ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ

২৭ ব্যাংককে শোকজ

জুমবাংলা ডেস্ক : ক্রেডিট কার্ড গ্রাহকরা বিদেশে নির্ধারিত সীমার চেয়ে বেশি ব্যয় করায় দেশি-বিদেশি ২৭টি ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৪ সেপ্টেম্বর) এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
২৭ ব্যাংককে শোকজ
তিনি জানান, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যাংকগুলোকে জবাব দিতে বলা হয়েছে। মুখপাত্র বলেন, ৭১টি ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সীমাতিরিক্ত ব্যয় করা হয়েছে। দেশি-বিদেশি ২৭টি ব্যাংক এসব কার্ড ইস্যু করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশেষ পরিদর্শনে বিষয়টি বেরিয়ে আসে। এ কারণে তাদের কাছে সীমার বাইরে ব্যয়ের কারণ জানতে চাওয়া হয়েছে।

জানা গেছে, কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত খরচ করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে উঠে এসেছে।

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একজন ব্যক্তি প্রতি বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। বিশেষ ক্ষেত্রে তা আরও ৫০০ ডলার পর্যন্ত বেশি হতে পারে। ক্রেডিট কার্ডে বিদেশি মুদ্রা ব্যবহারের বেলায় গ্রাহকদের নির্ধারিত সীমা বেঁধে দেওয়ার নিয়ম রয়েছে। এসব গ্রাহকের ক্ষেত্রে সীমার এ নিয়ম মানেনি ব্যাংকগুলো।

এর আগে ন্যাশনাল ব্যাংকের ১১টি ক্রেডিট কার্ডের নির্ধারিত সীমা ভেঙে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা খরচের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ধরা পড়েছিল। এজন্য ব্যাংকটিকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

দুর্গাপূজায় ২৪৫০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে ভারতে