জুমবাংলা ডেস্ক : করোনোভাইরাস প্রতিরোধে দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পরযন্ত দেশের পুঁজিবাজারে অফিশিয়াল কাজের পাশাপাশি লেনদেন বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ আগামী ২৯ মার্চ, রবিবার থেকে ২ এপ্রিল, বৃহস্পতিবার পরযন্ত ৫দিন স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে করোনা ভাইরাস প্রতিরোধে স্টক এক্সচেঞ্জ বন্ধ রাখার জন্য নোটিস আসে। এরপর ডিএসইর পর্ষদ প্রতিষ্ঠানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
এদিকে করোনা প্রতিরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পরযন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই ছুটির সাথে মিল রেখে সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১০ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।