জুমবাংলা ডেস্ক : ঢাকার সাভার উপজেলায় মানসিক ভারসাম্যহীনতার কথা বলে এক যুবককে প্রায় দুই বছর পায়ে শিকল বেঁধে রাখে তার পরিবার।
খবর পেয়ে স্থানীয় কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী আতিকুর রহমান খান শান্ত শুক্রবার দুপুরে বন্দিদশা থেকে তাকে উদ্ধার করেন। এই যুবকের নাম মোহাম্মদ টিপু (২৮)। তিনি কাউন্দিয়া ইউনিয়নের কুমার বাড়ি গ্রামের বাসিন্দা।
টিপুকে উদ্ধার করে তার মার বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যান শান্ত জানান, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে ভাঙা টিনের ঘর থেকে টিপুকে উদ্ধার করেন। পরে নাপিত ডেকে চুল-দাড়ি কেটে গোসল করানো হয়।
টিপুর মা জানান, তার ছেলে পাগল। এদিক-সেদিক চলে যায়। তাই তাকে শিকলে বেঁধে রাখা হয়। টিপু যদি আবার কোনো সমস্যা করে তাহলে তাকে জানাতে বলেছেন চেয়ারম্যান শান্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


