ফিফা বিশ্বকাপ ২০৩০ উপলক্ষে রাস্তাঘাট পরিষ্কার রাখার পরিকল্পনায় ৩০ লাখ কুকুর হত্যার সিদ্ধান্ত নিয়েছে মরক্কো প্রশাসন। এই খবরে বিশ্বজুড়ে প্রাণীপ্রেমীদের মধ্যে নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরও এই নৃশংস সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে জাহ্নবী লেখেন, এটা সত্যি হতে পারে না! রাস্তার পশুদের পুনর্বাসনের নানা পথ রয়েছে। ওদের হত্যা করে রাস্তা পরিষ্কার করতে চাইছেন আপনারা? অপরাধীদের দল!
জানা গেছে, ২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে মরক্কো যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে। সেই আয়োজনকে ঘিরেই দেশের সৌন্দর্যবর্ধন ও পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ‘রাস্তা পরিষ্কার’ অভিযানে নেমেছে দেশটির সরকার। আর তারই অংশ হিসেবে গৃহীত হয়েছে ৩০ লাখ পথকুকুর নিধনের পরিকল্পনা।
আন্তর্জাতিক মানবাধিকার ও প্রাণী সুরক্ষা সংগঠনগুলোর দাবি, এটাই প্রথম নয়। অতীতেও মরক্কো সরকার রাস্তার কুকুরদের বিষ প্রয়োগ, গুলি, এমনকি পিটিয়ে হত্যার মতো অমানবিক পন্থা অবলম্বন করেছে।
বিশ্বব্যাপী অনেকেই প্রশ্ন তুলেছেন—কেন কুকুরদের পুনর্বাসন, টিকা প্রদান বা বন্ধ্যাকরণ প্রক্রিয়ায় না গিয়ে বর্বর নিধনের পথ বেছে নেওয়া হলো?
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র প্রতিবাদ। অনেকেই বলছেন, বিশ্বকাপের প্রস্তুতির নামে এত বড় প্রাণঘাতী সিদ্ধান্ত অমানবিক ও সভ্যতার জন্য লজ্জাজনক।
বিশ্ব আসরে মরক্কোর ভাবমূর্তি উজ্জ্বল করতে গিয়ে যদি এমন নিষ্ঠুরতার পথ বেছে নেওয়া হয়, তাহলে তা শুধু মানবতাবিরোধীই নয়, বিশ্বজুড়ে ন্যায়বিচারপ্রয়াসী মানুষের বিবেককেও প্রশ্নবিদ্ধ করে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.