Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সাক্ষাত করবেন।
আগামী ৩১ জানুয়ারি উভয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানী সরবরাহ স্থিতিশীল নিশ্চিত করার বিষয় নিয়ে বাইডেন ও থানি আলোচনা করবেন।
এক বিবৃতিতে প্রেস সচিব জেন পাসাকি এ কথা জানান।
ইউক্রেন নিয়ে চলমান সংকটের কারনে রাশিয়া জ্বালানী সরবরাহ নিয়ে সমস্যা তৈরি করলে তা মোকাবেলার পরিকল্পনা করছে ওয়াশিংটন ও ইউরোপীয় মিত্ররা। এ প্রেক্ষাপটেই মধ্যপ্রাচ্য নেতা ও বাইডেনের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, কাতার গ্যাস সম্পদে সমৃদ্ধ। দেশটিতে প্রচুর পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।