জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফে জালে ধরা পড়েছে ৩২ কেজি ২০০গ্রাম ওজনের একটি পোপা মাছ। চট্টগ্রামের আঞ্চলিক ভায়ায় স্থানীয় লোকজন মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এই মাছের আকর্ষণ হল পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলী (এয়ার ব্লাডার)। এ বায়ুথলী দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্যই পোপা মাছটির দাম হাকাঁচ্ছেন সাড়ে পাঁচ লাখ টাকা।
সোমবার ভোররাত তিনটার দিকে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার বাসিন্দা এফবি শাহ আলম নামে ফিশিং ট্রলারে মাছটি ধরা পড়ে। পরে বিকেল ৩টার দিকে ট্রলারটি শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাটে এসে পৌছালে লোকজন ভিড় জমায়। পরে ট্রলা থেকে মাঝি-মাল্লারা পোপা মাছটি মিস্ত্রীপাড়া ফিশারি ঘাটে আনা হয়।
ট্রলারের মালিক শাহ আলম জানান, আজ ভোর রাতে জালে ধরা পড়েছে একটি ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের কালা পোপা ও ৯০টি লাল কোরাল। মাছ গুলোর দাম হাঁকানো হচ্ছে সাড়ে ৮ লাখ টাকা। এ পর্যন্ত মাছ গুলো দাম উঠেছে চার লাখ টাকা পর্যন্ত। ভালো দামে বিক্রয়ের আশায় মাছ গুলো ফ্রিজিং করে কক্সবাজার শহরে পাঠানো হয়েছে।
ট্রলারের মাঝি মো. নুরুল আমিন জানান, রোববার সকালে ১০ মাঝিমাল্লাসহ ট্রলারটি বঙ্গোপসাগরের উদ্দেশে রওনা হয়। রাতে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে সাগরে জাল ফেলে।এরমধ্যে ভোররাতে জেলেরা জাল টেনে উঠাতে গিয়ে দেখেন জালে ৯০টি লাল কোরালসহ বড় একটি কালা পোপা মাছ আটকা পড়েছে। মাছটি ট্রলারে তোলার পর বিষয়টি ট্রলারের মালিককে জানালে তিনি ট্রলারটি নিয়ে ঘাটে চল আসতে বলেন। এই দামি মাছটি পেয়ে জেলেরা খুব খুশি হয়েছে।
জানতে চাইলে টেকনাফ উপজেলা সিনিয়র জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ৩২কেজি ওজনের পোপা মাছ ধরা পড়ার খবরটি তিনি শুনেছেন। সাধারণত সব সময় জালে এত বড় পোপা মাছ ধরা পড়ে না। এই মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিশ্বের বিভিন্ন দেশে এই মাছের চাহিদা আছে। এই মাছের বৈজ্ঞানিক নাম মিকটেরোপারকা বোনাসি (Myeteroperca bohaci)। পোপা মাছের বায়ুথলি বেশ মূল্যবান বলে এই মাছের দাম অনেক বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।