জুমবাংলা ডেস্ক: প্রথমে বারাককে দেখে মনে হচ্ছিল যেন ছোটখাটো এক দৈত্য৷ ইয়েতিও মনে হয়েছিল কারও কারও কাছে৷ অথচ বারাক আসলে ভেড়া৷ নিজের পশমের ওজনেই প্রায় মরতে বসেছিল সে৷ খবর ডয়চে ভেলের।
হঠাৎ দেখা
সেদিন অস্ট্রেলিয়ার এক জঙ্গলে হঠাৎ এই রূপে দেখা যায় বারাককে৷ দেখে বোঝার উপায় আছে, এমন পশমের পাহাড়ের আড়ালে আসলে কোন প্রাণী লুকিয়ে? পশমে ঢেকে গেছে চোখ৷ প্রায় না দেখে এত ধীর পায়ে হাঁটছিল যে দেখেই বোঝা যাচ্ছিল, শরীর মোটেই ভালো নেই৷
কেন এই অবস্থা?
বারাক বনের ভেতরে কত বছর যে একা একা ঘুরেছে কে জানে! তবে সঙ্গে নানা ধরনের ময়লা এবং কীট নিয়ে পাহাড় হয়ে থাকা পশম দেখে বোঝা যাচ্ছিল, অনেক বছর লোকালয়ের দেখা পায়নি৷