৩৬০ কোটি ডলারে গেমিং কোম্পানি বাঞ্জি কিনছে সনি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গেম নির্মাতা ‘বাঞ্জি’ কিনছে জাপানের প্রযুক্তি জায়ান্ট সনি। গেমিংয়ে মাইক্রোসফটকে টক্কর দিতে ৩৬০ কোটি ডলারে ‘বাঞ্জি ইনকরপোরেটেড’ অধিগ্রহণ করছে সনি ইন্টারঅ্যাকটিভ এন্টারটেইনমেন্ট। জনপ্রিয় ‘হেলো’ সিরিজের পাশাপাশি ‘ডেসটিনি’ গেমের নির্মাতা বাঞ্জি। গেমিং কনসোল বাজারে শীর্ষ দুই কোম্পানি সনি ও মাইক্রোসফট। তবে সনির গেমিং কনসোল প্লেস্টেশনের জনপ্রিয়তায় মাইক্রোসফটের এক্সবক্স সব সময়ই পিছিয়ে ছিল।

তবে শীর্ষস্থান দখলে গত জানুয়ারি মাসে ছয় হাজার ৮৭০ কোটি ডলারে অ্যাক্টিভিশন ব্লিজার্ড কেনার ঘোষণা দেয় মাইক্রোসফট। ওয়্যারক্রাফট, কল অব ডিউটির মতো গেমসের নির্মাতা অ্যাক্টিভিশন ব্লিজার্ড কেনার ঘোষণায় মাইক্রোসফটেরে শেয়ারের দামও বেড়ে যায়। তবে মাইক্রোসফটের বৃহত্তর এ অধিগ্রহণের রেশ যেতে না যেতেই দৃশ্যপটে সনি।

প্লেস্টেশনের চাহিদা ধরে রাখতে ভিডিও গেম নির্মাতা ‘ভালকিরি এন্টারটেইনমেন্ট’ এবং ‘রিটার্নাল’ গেমের নির্মাতা ‘হাউজমার্ক’ আগেই অধিগ্রহণ করেছিল সনি। এবার সনির হচ্ছে বাঞ্জি। বিশ্নেষকরা বলছেন, বিশ্বজুড়ে তরুণদের আগ্রহ থাকায় গেমিং খাতে প্রতিযোগিতা বেড়েই চলেছে। ফলে নতুন নতুন বিনিয়োগও আসছে। উল্লেখ্য, এর আগে মাইক্রোসফটের অধীনস্ত কোম্পানি ছিল বাঞ্জি।

তবে ২০০৭ সালে আলাদা কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের অধীনে থাকা অবস্থায় ‘হেলো’ ভিডিও গেম সিরিজটি নিয়ে কাজ করেছিল প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাঞ্জির কার্যালয়ে ৯০০ কর্মী রয়েছেন যারা সনির অধিগ্রহণের পরও কাজ চালিয়ে যাবেন। এছাড়া বাঞ্জির বর্তমান প্রধান নির্বাহী পিট পার্সনসও একই পদে থাকবেন। সনির প্লেস্টেশন বিভাগের প্রধান জিম রায়ান বলেন, প্লেস্টেশনকে আরও জনপ্রিয় করতে এ অধিগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমান সময়ের সেরা ১০ গেমিং ফোন দামসহ