জুমবাংলা ডেস্ক : ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে ২৯ জুলাই। আগারগাঁও এ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কার্যালয়ে সকাল দশটা থেকে এ মৌখিক পরীক্ষা শুরু হবে। সোমবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গত ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ৯ হাজার ৮৬২ জন উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় অংশ নেয় ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী। এসব প্রার্থী এখন মৌখিক পরীক্ষায় অংশ নেবে।
Advertisement
আগের সিন্ধান্ত অনুযায়ী, ৩৮তম বিসিএস’র মাধ্যমে জনপ্রশাসনে দুই হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করার কথা ছিল। তবে এখন এই বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবে। এতে এই বিসিএস এ মোট পদের সংখ্যা হচ্ছে দুই হাজার ১৬০ টি।
সূত্র : ডিএমপি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


