৩৮ কেজি কেক কেটে দেশে রোনালদোর জন্মদিন পালন করলো ভক্তরা
স্পোর্টস ডেস্ক: ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্মদিন সারা বিশ্বেই উদযাপিত হয়েছে, বাংলাদেশও ব্যতিক্রম নয়। অদেখা হয়েও জাদুকরী ফুটবলে চুম্বকের মতো টানেন সিআরসেভেন। ৩৮তম জন্মদিনে ৩৮ কেজি ওজনের কেক নিয়ে হাজির হয়েছিলেন ভক্ত-সমর্থকরা। পর্তুগিজ সুপারস্টারের বয়স যত বাড়বে কেকের ওজনও পাল্লা দিয়ে বাড়বে। রবিবার (৫ ফেব্রুয়ারি) ছিল রোনালদোর ৩৮তম জন্মদিন।
একজন রোনালদো ভক্ত বলেন, রোনালদো মানেই ফুটবল। তিনি এত এত জিনিস দিয়েছেন যাতে আমরা সন্তুষ্ট।
জন্ম তার সুদূর পর্তুগালে, বর্তমানে আছেন সৌদি আরব। তবু রবিবারের এক বিকেলে রাজার বেশে বসে আছেন ঢাকার রমনা পার্কে। কেকের ওপর বিশাল ছবি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। এটাই ফুটবলের শক্তি।
একজন রোনালদো ভক্ত বলেন, ক্রিশ্চিয়ানো রোনালদোই আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আমার কাছে রোনালদো মানেই ফুটবল আর ফুটবল মানেই রোনালদো। আরেকজন নারী ভক্ত বলেন, রোনালদোকে আমার ভালো লাগে। তিনি আমার অনুপ্রেরণা।
রমনা পার্কে ৩৮ কেজি ওজনের কেক কাটতে আসা অর্ধশতাধিক সিআরসেভেন ফ্যানদের কেউই কখনও রোনালদোর সাক্ষাৎ পাননি। তবে কত দিবস ও রজনী টিভিতে, অনলাইনে তার খেলা দেখেছেন, তাতেই যেন কত আপন, জনম জনমের চেনা। আয়োজনে খরচ প্রায় ৫০ হাজার টাকা, নিজেরাই ভাগাভাগি করে তা সেরেছেন।
রোনালদো ভক্ত বলেন, রাজা রাজার মতোই এসেছেন রাজার মতোই যাবে এটা আমাদের সবার মনোবিশ্বাস। আরেকজন বলেন, আমার চাইল্ড হুডটাই হচ্ছে ওকে (রোনালদো) কে ঘিরে।
রোনালদোকে সমর্থন করতে গিয়ে মজার অভিজ্ঞতাও কম নেই এই সমর্থকদের।
আরেকজন বলেন, পর্তুগালের মতো একটা দল ইউরো কাপ জিতবে এটা কল্পনার বাইরে ছিল। আরেকজন বলেন, গড বিতর্ক সবসময়ই চলবে। আমাদের জন্য রোনালদো সবসময়ই সেরা।
নির্দিষ্ট কোনো সংগঠন বা গ্রুপ নয়, ফেসবুক ইভেন্টের মাধ্যমে উন্মুক্ত ছিল এই আয়োজন। রোনালদোর জন্মদিনের সংখ্যা যত বৃদ্ধি পাবে তার সাথে মিলিয়ে আগামীতে বৃদ্ধি পাবে কেকের ওজনও। সিআরসেভেন খেলা ছাড়লেও এই উদ্যোগ অব্যাহত রাখতে চান আয়োজকরা।
সবাইকে টেক্কা দিয়ে লাতিনের সেরা মেসি, সেরা একাদশে আর্জেন্টিনার জয়জয়কার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।