বিনোদন ডেস্ক : শহিদ কাপুর ভালো অভিনেতা এ কথা সবাই জানেন। বিশাল ভরদ্বাজ, ইমতিয়াজ আলি, সঞ্জয়লীলা বানশালির মতো পরিচালকদের সঙ্গে কাজ করা অভিনেতা তিনি।
তবে ভালো অভিনেতা হলেও গেল কয়েক বছরে শহিদের ক্যারিয়ারে ব্লকবাস্টার হিট কোনো ছবি ছিল না। ২০১৯ সালে সেই অভাব ভালোভাবেই পূরণ হয় ‘কবীর সিং’ দিয়ে।
তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’র এই হিন্দি রিমেকটি ব্যবসা করে ৩৭০ কোটি রুপি। এই এক ছবি দিয়েই বলা যায় শহিদের ক্যারিয়ার নতুন জীবন পায়। ছবি প্রতি ১৭ থেকে ২০ কোটি পারিশ্রমিক নেওয়া শহিদ পরের ছবি ‘জার্সি’র জন্য প্রায় দ্বিগুণ ৩২ কোটি রুপি পারিশ্রমিক নেন।
নতুন খবর, ফের পারিশ্রমিক বাড়িয়েছেন অভিনেতা। কভিডের কারণে ছবির অনেক ছবির বাজেট কমলেও নিজের পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়িয়েছেন শহিদ। আব্বাস জাফরের নাম ঠিক না হওয়া নতুন ছবির জন্য ৩৮ কোটি রুপি হেঁকেছেন তিনি।
অ্যাকশন-থ্রিলার ছবিটি একটি ফরাসি ছবির হিন্দি রিমেক। ‘কবীর সিং’-এর সাফল্যের পর থেকেই রিমেকে মনোযোগী শহিদ। ১৪ এপ্রিল মুক্তির অপেক্ষায় থাকা ‘জার্সি’ও একই নামের তেলেগু ছবির রিমেক। এছাড়াও রাজ ও ডিকের নতুন ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। কথা চলছে ছত্রপতি শিবাজির বায়োপিকের ব্যাপারেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।