আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সরকার এবার মধ্যপ্রাচ্যের তিন আরব দেশের কাছে বিপুল অংকের এফ-১৬ জঙ্গিবিমান এবং অন্যান্য অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি বিক্রি করার অনুমোদন দিয়েছে। দেশ তিনটি হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্দান।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, এফ-সিক্সটিন জঙ্গিবিমান, রেডিও টার্গেটিং পডস, গাইডেড মিসাইল এবং প্রয়োজনীয় অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য জর্দান যে অনুরোধ জানিয়েছিল তা অনুমোদন করেছে পররাষ্ট্র দপ্তর। আমেরিকা থেকে জর্দান মোট ৪২১ কোটি ডলারের অস্ত্র কিনবে।
সৌদি আরবও আমেরিকা থেকে অস্ত্র কেনার সবুজ সংকেত পেয়েছে। এ দেশটি তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য ৩১টি মালটি-ফাংশানাল ইনফর্মেশন ডিস্ট্রিবিউশন সিস্টেমের লো ভলিউম টার্মিনাল কিনবে। দেশটিকে এজন্য দুই কোটি ৩৭ লাখ ডলার খরচ করতে হবে।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত তিন কোটি ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের যন্ত্রপাতি কিনবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যখন ইয়েমেনের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে তখন সংযুক্ত আরব আমিরাত এসব সামরিক সরঞ্জাম কেনার পদক্ষেপ নিল।
সূত্র : পার্সটুডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।