Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে তিন মাসেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম এক ব্যক্তির করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। এতে প্রাণ হারানো ব্যক্তির বয়স ৫০ বছর। শুক্রবার স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ৫০ বছর বয়সের এ ব্যক্তি ছিল আগস্টে অকল্যান্ডে গুচ্ছ সংক্রমণের অংশ। মিডলমোর হাসপাতালে আজ সে মারা যায়।
এনিয়ে নিউজিল্যান্ডে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা বেড়ে মোট ২৩ জনে দাঁড়ালো। দেশটিতে এর আগে গত ২৪ মে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।