জুমবাংলা ডেস্ক : শেষ ঘণ্টায় ইভিএমে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি নানা অনিয়মের অভিযোগ করেন। এদিকে, নৌকার প্রার্থী আতিকুল ইসলাম অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে উল্লেখ করে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন।
ভোটার উপস্থিতি খুবই কম। যত ইভিএম মেশিনে আমি খোঁজ নিয়েছি ৪টা পর্যন্ত ভোটার উপস্থিতি খুবই কম ছিল। কিন্তু ৪টার পরই তথ্য হঠাৎ বদলে যায়। সে বিষয়ে তো কথা আমি বলতে পারবো না। কেন্দ্রের সামনে মহড়ার মতো লোকজন ছিলেন।
এছাড়া মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সিটি করপোরেশন নির্বাচনে যারা ভোট দিয়েছেন, যারা দেননি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
এ সময় ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম তাবিথ আউয়ালের পরামর্শ ও প্ল্যান অনুযায়ী ঢাকা গড়ার কথা জানান। ফলাফল প্রকাশের আগেই তিনি বললেন, শপথ গ্রহণের পর তাবিথের প্ল্যান ও পরামর্শ নিয়ে ঢাকা গড়ব। সূত্র : সময় নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


