Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home ৪০ টাকায় কেনা ডাব রাজধানীতে ১৫০ টাকায় বিক্রি
জাতীয়

৪০ টাকায় কেনা ডাব রাজধানীতে ১৫০ টাকায় বিক্রি

জুমবাংলা নিউজ ডেস্কJuly 27, 2023Updated:July 27, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। শহরে ডেঙ্গু চিকিৎসার অন্যতম ভরসাস্থল। হাসপাতালের সামনে থাকা তিনটি দোকানের কোনোটিতেই ডাব নেই। তারপরও ডাব নিতে কয়েকজন দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

 ৪০ টাকায় কেনা ডাব রাজধানীতে ১৫০ টাকায় বিক্রি

কিছুটা দূরে ডাব বিক্রি করছেন একজন। ক্রেতাদের চাপ সামলাতে ব্যস্ত, যেন কথা বলার ফুরসত নেই। কেউ একাধিকবার দাম জিজ্ঞেস করায় বিক্রেতার এক কথায় উত্তর, ‘একদাম ১৪০ টাকা। কম পাইলে অন্যহানে (অন্য জায়গায়) ন্যান।’

প্রতিবেদক পরিচয়ে সামান্য কথা হয় বিক্রেতা সুমন মিয়ার সঙ্গে। তার ভাষ্য, এই ডেঙ্গু ডাবের দাম বাড়িয়ে দিয়েছে। প্রতি বছর এসময় ডাবের দাম সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে এসময় ডেঙ্গুর প্রকোপ হয়। তার জন্য চাহিদা বাড়ে। সঙ্গে প্রচণ্ড গরম রয়েছে। সব মিলে ডাবের বাজার অস্থির।

শুধু হলি ফ্যামিলি হাসপাতাল এলাকা নয়, একই পরিস্থিতি দেখা গেল কাকরাইল মোড়ে ইসলামি ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সামনেও। সেখানে আগের থেকে ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে প্রাকৃতিক এ পানীয়। ঢাকায় ডাবের দাম একশ ছাড়িয়েছে আরও আগে। এখন দেড়শ ছুঁই ছুঁই। বড় আকারের ডাব ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও ১৬০ টাকাতেও ডাব বিক্রি হতে দেখা গেছে।

গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের চারদিকে প্রায় ১০ থেকে ১২টি ডাবের দোকান। এখানে ১২০ টাকার নিচে কোনো ডাব পাওয়া যায়নি মঙ্গলবার। তবে এখানে ডাবের দাম হাসপাতালগুলোর সামনের এলাকার তুলনায় ২০-৩০ টাকা কম দেখা গেছে।

অন্যদিকে রাজধানীর কারওয়ান বাজার দেশের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা ডাবের বাজার। সেখানেও ডাবের দাম বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডাব এলেও সেগুলো বেশি দামে কেনাবেচা হচ্ছে।

সেখানে আড়তদাররা জানান, বরিশাল, ভোলা, বাগেরহাট, নোয়াখালী, ফরিদপুর, যশোর ও ময়মনসিংহ থেকে ডাব আসছে। কিন্তু আঞ্চলিক ওই বাজারগুলোতেই দাম বেশি। গত দুই সপ্তাহে পাইকারিতে ডাবের দাম ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

এক প্রশ্নের জবাবে পাইকারি বিক্রেতা খালেক হোসেন বলেন, এখানে শ’ হিসেবে ডাব বিক্রি হয়। অর্থাৎ বড় সাইজের প্রতি একশ ডাব পাইকারি ১০ হাজার থেকে ১১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এত দাম আগে কখনো ছিল না।

ওই বাজারে মাঝারি সাইজের প্রতি একশ ডাব ৭ থেকে ৯ হাজার এবং ছোট সাইজের ডাব ৬ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর এসব ডাব কেনাবেচা হচ্ছে রাজধানীতে খুচরা বিক্রেতাদের কাছে।

ডাবের পাইকারি বিক্রেতা আবু সাইদ বলেন, এখন চাহিদা তুঙ্গে। আর বছরের এসময় নানা ধরনের জ্বর ও অন্যান্য রোগের প্রকোপের কারণে দাম বাড়ে। প্রতি বছর এখন এসময়টা চড়া দাম থাকে।

অন্যদিকে কারওয়ান বাজার, বাংলামোটর, মৌচাক ও রামপুরা ঘুরে দেখা গেছে, প্রতিটি ছোট আকারের ডাব বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। মাঝারি মানের ডাবের দাম ১০০ থেকে ১২০ টাকায়। তবে ছোট ডাবের সরবরাহ খুব কম। বেশির ভাগ দোকানে বড় আকারের ডাব বিক্রি হচ্ছে। এরই মধ্যে কমদামের ছোট আকারের একটা ডাবে এক গ্লাস পানি হয় না। মাঝারি ডাবে এক গ্লাস পানি পাওয়া যাচ্ছে। অর্থাৎ একগ্লাস প্রাকৃতিক পানীয় খেতে দিতে হচ্ছে একশ টাকার ওপরে।

প্রতিদিন ডাবের পানি পান করেন এমন একজন আব্দুল খালেক। তিনি বললেন, বড় সাইজের একটি ডাব তিন চার বছর আগে ৫০ টাকা ছিল। এরমধ্যে প্রায় তিনগুণ দাম বেড়েছে।

তিনি বলেন, অসুখের কারণে আমার মতো যাদের প্রতিদিন ডাব খেতে হচ্ছে তারা খুব অসুবিধায় আছি। এখন সাধ্যের বাইরে চলে যাচ্ছে সব কিছু।

সাজ্জাদুর নামের এক ডেঙ্গু রোগীর স্বজন হলি ফ্যামিলি হাসপাতালের সামনে বলছিলেন, ডাব কিনতেেই চিকিৎসার মতো বড় ব্যয় হচ্ছে। যা সবার জন্য বহন করা সম্ভব নয়।

মজিদ মোল্লা নামের এক বিক্রেতা বলেন, আজকে প্রতি একশ ডাব কিনেছি সাড়ে ১০ হাজার টাকায়। অর্থাৎ গড়ে ১০৫ টাকা এক একটি। এরমধ্যে সব আবার এক আকারের হয় না। ছোটগুলো একশ টাকার নিচে বিক্রি করতে হয়। সেজন্য বড়গুলো ১৪০ টাকার নিচে বিক্রি করা যাচ্ছে না।

এদিকে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) হিসাবে, ২০০৯ সালে ঢাকায় একটি ডাবের দাম ছিল ২২ টাকার মতো। সেটি ২০২০ সালে গড়ে ৭৪ টাকায় বিক্রি হয়। বর্তমানে গড় দাম ১০০ টাকার নিচে হবে না।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ১৫০ ৪০ কেনা টাকায়, ডাব প্রভা বিক্রি রাজধানীতে
Related Posts
মৃদু শৈত্যপ্রবাহ

তেঁতুলিয়ায় এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

December 17, 2025
প্রবাসী ভোটার

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ

December 17, 2025
লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন

লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন

December 17, 2025
Latest News
মৃদু শৈত্যপ্রবাহ

তেঁতুলিয়ায় এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

প্রবাসী ভোটার

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়াল সাড়ে ৪ লাখ

লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন

লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন

ওয়ালটনের প্রতিষ্ঠাতা এস এম নজরুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

Note

ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা

প্রধান উপদেষ্টা

দেশের তারুণ্য সোনার খনির চেয়ে বেশি মূল্যবান : প্রধান উপদেষ্টা

Logo

ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

র‍্যাব

হাদিকে গুলির ঘটনায় শুটার ফয়সালকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য দিলো র‍্যাব

ইসি

নির্বাচন নিয়ে টকশোতে কটূক্তি নয়, নির্দেশ ইসির

প্রধান উপদেষ্টা

শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.