জুমবাংলা ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ৬-৭ দিন আগে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ঘূর্ণিঝড়টির নাম হয় ফণী। ১৯৭৬ সালের পর ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে এত শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়নি ভারত।
ফণী ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা রাজ্যের উপকূলে আঘাত করতে পারে বলে জানিয়েছেন ভারতের আবহাওয়া দপ্তর। তবে কিছুটা দুর্বল অবস্থায় ফণী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার দিকে আসবে।
শুক্রবার-শনিবারের দিকে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ফণী।
এ কারণে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফণী শুক্রবার (৩ মে) ভারতের ওডিশা রাজ্য উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। এ সময় গতি থাকবে ঘণ্টায় প্রায় ২০৫ কিলোমিটার।
গত চার দশকেরও (৪৩ বছর) বেশি সময় পর ভারত মহাসাগরে এত শক্তিশালী ঝড়ের মুখোমুখি হয়নি দেশটি।
ফণী বর্তমানে তামিলনাড়ুর পূর্ব উপকূল থেকে ৬০০ কিলোমিটার ও পুরী থেকে ৮০০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থান করছে।
১৯৭৬ সালের পর এখন পর্যন্ত এপ্রিলে বঙ্গোপসাগরে যত ঘূর্ণিঝড় হয়েছে তার কোনোটি কখনই এত শক্তিশালী আকার ধারণ করেনি।
ওডিশায় এরই মধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় ফণীকে সামাল দিতে এরই মধ্যে অন্ধ্র প্রদেশ, ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার ১ হাজার ৮৬ কোটি রুপি আগাম বরাদ্দ দিয়েছে। শুক্রবার দুপুরে ঘণ্টায় ১৭৫ থেকে ২০৫ কিলোমিটার বেগে ঝড় বইবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।