জুমবাংলা ডেস্ক : ফ্লাইটটি ছিল এয়ার কানাডার ১৪৩-এ। ১৯৮৩ সালের ৩ জুলাই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। প্লেনটি ৪১ হাজার ফুট উপরে উড়ন্ত অবস্থায় জ্বালানি ফুরিয়ে যায়। বিস্ময়কারভাবে সবাই নিরাপদে মাটিতে ফেলে।
ঘটনার একদিন আগে প্লেনটি টরেন্টো থেকে অ্যাডমন্টন গিয়েছিল। সেখানে প্লেনটির রেগুলার মেইনটিইন চেকাপ করা হয়েছিল। পরের দিন সেটি মন্টেরাল চলে আসে।
মন্টেরাল আসার পর ফ্লাইট মেম্বারদের মধ্যে ডিউটি পরিবর্তন হয়। নতুন পাইলটের দায়িত্ব পড়ে বিমানটির।
প্লেনটিতে ২২ হাজারর ৩০০ লিটার জ্বালানির পরিবর্তে ২২ হাজার ৩০০ পাউন্ড জ্বালানি নেন। যা ছিল প্রয়োজনের তুলনায় প্রায় অর্ধেক।
বিমানটি অ্যাডমন্টের উদ্দেশ্যে উড্ডয়নের পর ৪১ হাজার ফিট উপরে গিয় জ্বালানি ফুরিয়ে যায়। পাইলট বিষয়টি বুঝতে পারেন।
বাঁচার সব পথ বন্ধ থেকে পাইলট বিমানটিকে সুপার এমার্জেন্সি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেন। মাত্রা ১৭ মিনিটের মধ্যে বিমানটি একটি রেস স্টেডিয়ামে অবতরণ করে। যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে বেরিয়ে আসে।
https://www.facebook.com/mayajaalBangla/videos/389350195293925/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।