বিনোদন ডেস্ক : ২০১৯ বলিউড তারকাদের কাছে যেন এক বিশেষ বছর। অনেক সম্পর্ক বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। বিরাট-অনুশকার পরেই দীপিকা-রণবীর এবং প্রিয়াঙ্কা-নিকের বিয়ে হয় গত বছরই। তবে এবছর বলিউডে কোনও কমতি থাকছে না।

শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন এবং তার বয়ফ্রেন্ড রোহমান শল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ২০১৯ এর নভেম্বর এবং ডিসেম্বরের তারা বিয়ে করবেন বলে জানা গেছে।
সূত্রের খবর, অভিনেত্রীর বাড়ির থেকে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। এমনকি অনেকদিন ধরেই রোহমান এবং সুস্মিতা বিয়ের পরিকল্পনা করছেন। সম্ভবত এই বছরের নভেম্বর বা ডিসেম্বরে তারা বিয়ে করতে পারেন। তাছাড়াও রোহমানের পরিবারের তরফ থেকেও সমস্ত কিছু শুরু হয়ে গেছে। অবশ্য অনেকদিন ধরেই দুজনের বিয়ের খবর সামনে আসছিল।
শোনা গিয়েছিল, সুস্মিতাকে বিয়ের প্রস্তাব দেন রোহমান এবং সেই প্রস্তাবে রাজি হয়ে যান অভিনেত্রী। এমনকি সুস্মিতাকে রোহমান হীরের আংটিও উপহার দিয়েছেন। তবে এই বিষয়ে সুস্মিতা বা রোহমান কেউই মুখ খোলেননি। তাছাড়াও অভিনেত্রীর দুই কন্যার সঙ্গে রোহমানের সম্পর্ক বেশ ভালো।
রোহমানের সঙ্গে সুস্মিতার সম্পর্ক বহুদিনের। কাশ্মিরী মডেলের প্রেমে পড়েন মিস ইউনিভার্স সুস্মিতা। তবে কিছুদিন আগেই শোনা যাচ্ছিল তাদের সম্পর্ক শেষ হতে চলেছে। রোহমান-সুস্মিতার মধ্যে কোনও কিছুই ঠিক নেই। সেই গুজবে অভিনেত্রী জল ঢেলে দিলেন এবং তার সঙ্গীর জন্য পোস্ট করলেন এই লেখা। সুস্মিতা লেখেন, আমি তোমাকে ভালোবাসি! ‘তুমি রোগা হলেও… তুমিই আমার। আমি তোমাকে ভালোবাসি রোহমান শল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



