জুমবাংলা ডেস্ক : সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিসিএস পরীক্ষা নিয়ে চলমান বিভ্রান্তি দূর করতে ৪৪তম, ৪৫তম ও ৪৬তম বিসিএস পরীক্ষার জটিলতা নিরসনে নিজেদের পরিকল্পনা স্পষ্ট করেছে। বিভিন্ন সংবাদমাধ্যমে ভিত্তিহীন ও খণ্ডিত তথ্য প্রকাশের কারণে প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোয় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় কমিশন।
ভিত্তিহীন তথ্যের বিরুদ্ধে সতর্কবার্তা
পিএসসি জানিয়েছে, কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিসিএস পরীক্ষা নিয়ে প্রকাশিত তথ্য পরীক্ষার্থীদের বিভ্রান্ত করছে এবং তাদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে। এ অবস্থায়, সকল প্রার্থী ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে কমিশন থেকে নির্ভরযোগ্য তথ্য উপস্থাপন করা হয়েছে।
৪৬তম বিসিএস পরীক্ষার সময়সূচি
৪৬তম বিসিএস পরীক্ষার লিখিত অংশের আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা আগামী ৮ মে থেকে ১৯ মে-এর মধ্যে অনুষ্ঠিত হবে। পদসংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা সম্ভাব্যভাবে জুনের শেষ সপ্তাহে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে শেষ হবে।
৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার আপডেট
২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার মধ্যে যাঁরা ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাঁদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে। এসব স্থগিত মৌখিক পরীক্ষা ১৬ জুনের পরে দ্রুততম সময়ে সম্পন্ন হবে এবং পরিবর্তিত সময়সূচি খুব শিগগির জানানো হবে।
৪৪তম, ৪৫তম ও ৪৭তম বিসিএসের আপডেট
৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফলও জুনের মধ্যে প্রকাশ করা হবে। পূর্বঘোষিত ২৭ জুনের পরিবর্তে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের জন্য নির্দেশনা
পিএসসি জানিয়েছে, বিসিএস পরীক্ষা পরিচালনায় প্রশ্নপত্র ছাপানো, কেন্দ্র নির্বাচনসহ কিছু গুরুত্বপূর্ণ কাজে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। ফলে সময়মতো সব কার্যক্রম সম্পন্ন করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) নিয়মিত পর্যবেক্ষণ করতে এবং ওয়েবসাইটে প্রকাশিত তথ্যকে একমাত্র নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে।
বিসিএস পরীক্ষা নিয়ে চলমান বিভ্রান্তি দূর করতে পিএসসি ৪৪তম, ৪৫তম ও ৪৬তম বিসিএস পরীক্ষার সময়সূচি ও পরিকল্পনা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। কমিশন জানিয়েছে, বিদ্যমান জট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং পরীক্ষার্থীদের নিয়মিত ওয়েবসাইট পর্যবেক্ষণের অনুরোধ করা হচ্ছে যাতে বিসিএস পরীক্ষা সম্পর্কিত সঠিক তথ্য পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।