বিনোদন ডেস্ক: গত বছর অগাস্ট মাসে জন্ম নেয় যশ-নুসরাতের ছেলে ঈশান। তবে অন্তঃসত্ত্বা থাকাকালীন তাঁর যশের সম্পর্ক নিয়ে চলেছে তুমুল চর্চা। গত বছর টলিপাড়ায় চর্চার কেন্দ্রে ছিলেন যশরত জুটি। কিন্তু কীভাবে হল যশ নুসরাতের প্রেম, ঈশানের জন্মের সময় ওজন বৃদ্ধি এই সব নিয়ে অকপট নুসরাত জাহান।
গত বছর এই সময় যখন যশ-নুসরাতকে নিয়ে চর্চা তুঙ্গে ঠিক সেই সময় একেবারে মৌনতা নেয় এই জুটি। সেই সময় তাঁদের উই টাইম কাটাতেই বিশেষ মনোযোগ দিয়েছিলেন। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তাঁর প্রসব পরবর্তী অবসাদ তাঁদের সংসার জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন।
নুসরাত বলেন, “আসলে ওই সময়টা পুরোদমে উপভোগ করেছি। ছেলে জন্মের (Nusrat Jahan Baby) পরই কাজে যোগ দি তাতে রাজি ছিলেন না যশ ও আমার মা-বাবা। ওদের মনে হয়েছিল আমি নিজের স্বাস্থ্যের কথা ভাবছি না। তবে আমার কাছে আমার মানিসক স্বাস্থ্যটা বেশি জরুরি ছিল। আসলে প্রথমে অল্প সময়ের জন্য কাজ করতে শুরু করি। তাই কাজে যেতাম, ফিরে এসে সন্তানকে খাওয়াতাম, ফের কাজে যেতাম। এটা আমার চ্যালেঞ্জিং ছিল তবে অসম্ভব নয়, এইভাবে আমি প্রসব-পরবর্তী ডিপ্রেশনের কাছে হার মানিনি”।
তবে নুসরাতের অন্তঃসত্ত্বা (Nusart Jahan Post Pregnancy) অবস্থা বেশ অনেকটা ওজেন বৃদ্ধি পায় কিন্তু কীভাবে ছেলের জন্মের তিনমাসের মধ্যে স্লিম হলেন?
নুসরাতের (Nusrat Jahan) কথায়, “আমার ওজন ছিল ৪৭ কেজি যখন আমি অন্তঃসত্ত্বা হই। আর যখন আমি আট মাসের গর্ভবতী তখন আমার ওজন ছিল ৭৫ কেজি! এই সময় ‘ক্রেজি’ হরমোনের পাল্লায় পরি। যার ফলে সারাক্ষণ Yash Dasgupta আমি দুশতাম যে তোমার জন্যই আমার ওজন বেড়েছে। তবে যশ কথা দিয়েছিল চিকিৎসক যখন রাজি হবে ওয়ার্ক করতে আমাকে পুণরায় শেপে ফিরিয়ে দেবে ও। এখন আমি গর্ব করে বলতে পারি , আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী আর ফিট আমি। আমরা একসঙ্গে ওয়ার্ক আউট করি, জিমটা আমাদের জীবনের বিরাট অংশ। যশ এটা নিশ্চই মানবে আমি ওঁর সবথেকে বাধ্য ছাত্রী।”
পাশপাশি পার্টনার হিসেবে ও বাবা হিসেবে ১০ নম্বর দিতে হলে অভিনেত্রী পার্টনার হিসেবে যশকে ১০ এ ১০ দেন। অন্যদিকে বাবা হিসেবে নম্বর দিতে অস্বীকার করেন আসলে তিনি বলেন “আমার কাজ ভাগ করে নিয়েছি দুজনের মধ্যে, তেমন নিজেদের জন্য সময়ও ঠিক বার করে নি।”
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।