আন্তর্জাতিক ডেস্ক : ৪৮৬ পায়ের ভয়ঙ্কর প্রাণী পাওয়া গেল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হাইকিং অঞ্চলে। প্রকৃতিবিদরা একে খুঁজে পান ওই অঞ্চলের ভূগর্ভস্থে।
নতুন মিলিপোড প্রজাতির সর্পিল প্রাণীটি চলে হামাগুড়ি দিয়ে। দেখতে জেলিফিসের মতো স্বচ্ছ। মাটির নিচে চার ইঞ্চি পর্যন্ত গর্ত করতে পারে। মাটির নিচে ঢোকার সময় দেহের ভেতরের সিক্রেট রাসায়নিকগুলো গোপন করে ফেলে। থাকে অন্ধ হয়ে।
অদ্ভুত এ প্রাণীর অস্তিত্ব বৃহস্পতিবার প্রথম প্রকাশ পেয়েছে এপির খবরে।
প্রাণীটি পথ খোঁজার জন্য মাথা থেকে প্রসারিত শিংয়ের মতো অ্যান্টেনার ওপর নির্ভর করে। মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে ৪৮৬টি পা দেখা যায়। এন হেলমেটের মতো মাথাটি দৈত্যকার প্রাণীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
গবেষকরা বিভিন্ন প্রজাতির প্রাণীদের অনুসন্ধান করেন। তাদের পাওয়া নতুন প্রজাতিটির আঞ্চলিক নাম দেন ‘লস অ্যাঞ্জেলেস থ্রেড মিলিপেড’।
ভার্জিনিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের এনটমোলজিস্ট পল মারেক বলেন, নতুন প্রজাতি জানার মাধ্যমে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। গবেষকরা অনুমান করেন, ১০ মিলিয়ন প্রাণী প্রজাতি পৃথিবীতে বাস করে। তবে আবিষ্কৃত হয়েছে মাত্র ১ মিলিয়ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।