জুমবাংলা ডেস্ক : নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) অন্যতম প্রধান হটস্পট নারায়ণগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) থাবা বসিয়েছে মহাসংক্রামক এই ভাইরাস। সেখানে র্যাব-১১ এর চারজন কর্মকর্তাসহ মোট ২৭ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের সবাই চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া করোনা সন্দেহে কোয়ারেন্টিনে আছেন আরো ১০ থেকে ১২ জন।
মঙ্গলবার র্যাবের সদর দপ্তর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
র্যাব-১১-তে প্রায় ৩০০ সদস্য আছেন। তাদের মধ্যে বিমান বাহিনীর একজন স্কোয়াড্রন লিডার,একজন এডিশনার পুলিশ সুপার (এসপি)এবং দুজন সিনিয়র সহকারী পুলিশ সুপারসহ মোট ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন,আমাদের অনেক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সংখ্যাটি ২০ থেকে ৩০ এর মধ্যে রয়েছে। প্রায় ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর ভেতরে প্রায় ৫০ ভাগের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।