জুমবাংলা ডেস্ক: মাদক মামলায় পরীমনি ও তার সহযোগী চার জনের চার দিনের করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
র্যাবের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরীমনিকে আজ রাত সোয়া ৮টার দিকে বনানী থানা পুলিশ পরী ও তার সঙ্গে গ্রেপ্তার হওয়া আরও চারজনকে রিমান্ড শুনানির জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়।
বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমনিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।
এর বিরোধীতা করেন নিলাঞ্জনা রেফাত সুরভীসহ কয়েকজন আইনজীবী। আদালত তা নাকচ করে দেয়।
আলোচিত নায়িকা পরীমনিকে আদালতে হাজির করার আগে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।