শুক্রবার ১৪ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করে জানায়, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মেট্রোরেল প্রথমবারের মতো একদিনে ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করে।
ডিএমটিসিএলের পক্ষ থেকে বলা হয়, এই মাইলফলক অর্জনে মেট্রো পরিবারের সঙ্গে যুক্ত সবাই, সম্মানিত যাত্রী, শুভানুধ্যায়ী এবং অংশীজনদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে। এছাড়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হককে সার্বিক নির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।
মেট্রোরেলের এই সাফল্যকে যাত্রীবান্ধব ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার দিকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি আগামীতেও যাত্রীদের সেবা প্রদানে নিবেদিত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছে।
আন্ডারওয়াটার ফটোগ্রাফি-ভিডিওগ্রাফিসহ স্মার্টফোন ‘অপো রেনো ১৩’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।