Advertisement
অর্থনীতি ডেস্ক : পত্র-পত্রিকায় অর্থনৈতিক অনিয়মের যেসব খবর আসে, তা সবসময় পুরোপুরি সত্য নয় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি-বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, ‘৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের খবর সত্য নয়।’ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
ড. মসিউর রহমান বলেন, ‘কোনও সরকার যদি গর্দভ চালায়, তাহলেই কেবল এ ধরনের নোট বাতিল করার আগে বাতিলের ঘোষণা দেয়।’ তিনি আরও বলেন, ‘আজকের আলোচনায় মূল ইস্যু ছিল কেন্দ্রীয় ব্যাংকের কাজ এবং তারা কীভাবে তা বাস্তবায়ন করছে, তা নিয়ে। তবে শুদ্ধি অভিযান ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ কোনও আলোচনা হয়নি।’
এ সময় ডেপুটি গভর্নর এস এম মুনিরুজ্জামান, আহমেদ জামালসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.