জুমবাংলা ডেস্ক : ৫০ বছর আগে আলেমদের মধ্যে কোনো ভালো লেখক, অনুবাদক পাওয়া যেতো না। পাওয়া যেতো না ভালো কোনো গল্পকার অথবা কবি। আল্লাহর শোকর, এখন ভালো অনুবাদক, লেখক উঠে আসছে এবং ভালোমানের কাজ করছেন অনেকেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবার নকীব পদক লাভ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং ঢাকা মেইলের বার্তা সম্পাদক ও বিশিষ্ট লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর। এছাড়া অনুষ্ঠানে মাসিক নকীবের জাতীয় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, ২১ বছর ধরে শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব ধারাবাহিক প্রকাশিত হওয়া এবং এই পরিবারের উদ্যোগে পদক প্রদান অনুষ্ঠানে গুণীজনকে সম্মাননা দেওয়া সাহিত্য চর্চার ক্ষেত্রে একটি বিরাট মাইলফলক।
তিনি বলেন, ৫০ বছর আগে আলেমদের মধ্য থেকে কোনো ভালো লেখক, অনুবাদ পাওয়া যেতো না। পাওয়া যেতো না ভালো কোনো গল্পকার অথবা কবি। কিন্তু মহান আল্লাহর শোকর, এখন ভালো অনুবাদক, লেখক উঠে আসছে এবং ভালোমানের কাজ করছেন অনেকেই।
এ সময় ধর্ম উপদেষ্টা মাসিক নকীবের দীর্ঘ একুশ বছরের পথচলাকে সাধুবাদ জানান। আশা প্রকাশ করেন যে, নকীব পত্রিকার মাধ্যমে একদল শক্তিশালী আলেম লেখক তৈরি হবে, যারা আগামীতে মূলধারায় সাহিত্যের ময়দানে সম্মানিত স্থান অলঙ্কৃত করবেন।
অনুষ্ঠানে দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব এডিটর মাওলানা লিয়াকত আলী বলেন, মাসিক নকীব সাহিত্যপ্রেমীদের কাছে একটি বিপ্লব তৈরি করেছে। তবে পত্রিকায় যারা লিখেন তাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত যে, লেখার উপস্থাপনা এমন হতে হবে, পাঠক অষ্টম শ্রেণির ছাত্র হলে সে যেন লেখা পড়ে সহজে বুঝতে পারে। আর পাঠক গ্র্যাজুয়েট হলেও যেন লেখাটা পড়তে একবারে মানহীন মনে না হয়। লেখককে সেদিকে নজর দিতে হবে।
নকীবের সভাপতিমণ্ডলীর সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে নকীব পদক প্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ২০২১ সালের নকীব পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক এনায়েত রসুল, ২০২২ এর পদকপ্রাপ্ত লেখক আহমেদ রিয়াজ, মাসিক মদীনা সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, বার্তা২৪ ডটকমের সহকারী সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, বিশিষ্ট লেখক ও গবেষক আমীমুল ইহসান, মাসিক নকীবের সাবেক সভাপতিমণ্ডলীর সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগের প্রধান মিরাজ রহমান, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি মুনীরুল ইসলাম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।