৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার টেকনো ক্যামন ৩০ ফোন: দাম কত?

টেকনো ক্যামন ৩০ ফোন

টেকনো তাদের ক্যামন ৩০ সিরিজের ফোন আন্তর্জাতিক বাজারে উন্মুক্ত করেছে। চমৎকার ডিজাইনের এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

টেকনো ক্যামন ৩০ ফোন

এই ক্যামেরা কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটির ব্যাক ক্যামেরায় পাবেন ১০০ মেগাপিক্সেল। টেকনো তাদের ক্যামন সিরিজের অধীরেন ক্যামন ৩০ এবং ক্যামন ৩০ প্রিমিয়ার মডেল বাজারে ছেড়েছে।

ক্যানন ৩০ সিরিজে ৫০ মেগাপিক্সেল এআই ফ্রন্ট ক্যামেরা, সুপার নাইট মোড এবং এআই ম্যাজিকসহ ১০০ মেগাপিক্সেলের ওআইএস মোডসমৃদ্ধ ব্যাক ক্যামেরা পাবেন। এই ফোনে মিলবে ৫জি কানেক্টিভিটি। ৮ ও ১২ জিবি ভার্সনে এই ফোন কেনা যাবে। স্টোরেজ মিলবে ২৫৬ জিবি।

টেকনো ক্যামন ৩০ ফোনে এইচডি প্লাস রেজুলেশন পাওয়া যাবে। এই ফোনের ডিসপ্লে ৬.৭৮ ইঞ্চির। এতে এলটিপিএস অ্যামোলিড প্যানেল ব্যবহৃত হয়েছে। যা তীক্ষ্ণ এবং প্রাণবন্ত ভিজ্যুয়াল প্রদান করে। এর ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। ফোনটি আইপি ৫৩ রেটিংপ্রাপ্ত। অর্থাৎ এই ফোনে পানি ঢুকবে না। ধুলোবালি থেকেও সুরক্ষিত থাকেব।

মারা গেছে নেট দুনিয়া কাঁপানো কুকুরটি

এই ফোন কেনা যাবে ৩০ হাজার টাকার মধ্যেই। যদিও বাংলাদেশের বাজারে এখনো হ্যান্ডসেটটি আসেনি। তবে শিগগিরই পাওয়া যাবে।