জুমবাংলা ডেস্ক : কথায় বলে সবসময় ব্যাকআপ প্ল্যান ভেবে রাখা উচিত। প্ল্যান-এ-এর পাশাপাশি সবসময় ঠিক করে রাখা উচিত প্ল্যান -বি। জীবনে চলার পথে বা কোনো কাজের ক্ষেত্রে যদি একটা প্ল্যান কাজে না আসে সঙ্গে সঙ্গে আর একটা প্ল্যান তৈরি থাকলে অনেক ক্ষেত্রেই সুবিধা হয়। তবে সম্পর্কের ক্ষেত্রে ব্যাকআপ প্ল্যান? শুনতে অবাক লাগছে না? অবাক লাগলে এটাই সত্যি।
সম্প্রতি ব্রিটেনে এক সমীক্ষায় উঠে এসেছে ৫০ শতাংশ নারী তাদের সম্পর্কের ক্ষেত্রেও ব্যাকআপ প্ল্যান বজায় রেখে চলেন। অনলাইন এবং মোবাইল পোলিংয়ে বিশেষায়িত একটি বিপণন গবেষণা সংস্থা ওয়ানপোল যুক্তরাজ্যের এক হাজার নারীর ওপর সমীক্ষা চালায়। যাদের মধ্যে ৫০ শতাংশ নারী স্বীকার করেছেন তারা সম্পর্কের জড়ানোর পরও একটি ‘প্ল্যান বি’ ভেবে রেখেছেন অথবা দ্বিতীয় জীবনসঙ্গীকে ঠিক করে রেখেছেন।
সমীক্ষায় উঠে এসেছে, কোনোভাবে যদি বর্তমান সম্পর্ক না টেঁকে অথবা কোনো বাধা বিপত্তি আসে, এতে সঙ্গে সঙ্গে যাতে অন্য সঙ্গীর কাছে চলে যাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে নারীদের ব্যাকআপ পার্টনার কারা হয় জানেন? পুরোনো বন্ধুদের ব্যাকআপ পার্টনার হিসেবে ঠিক করে রাখে নারীরা, এমনই তথ্য উঠে এসেছে সমীক্ষায়।
যতই দিন যাচ্ছে ততই পাল্টে যাচ্ছে সম্পর্কের সংজ্ঞা। বদল হচ্ছে সম্পর্কের সমীকরণের। যুক্তরাজ্যে সমীক্ষায় অংশ নেয়া অনেক নারী অবশ্য আবার স্বীকার করেছেন, তাদের ব্যাকআপ পার্টনার যে কেউ হতে পারে। সেই তালিকায় রয়েছেন অফিসের সহকর্মী-প্রাক্তন স্বামী, স্কুলের বন্ধু বা জিম পার্টনার।
নিজের দুঃখের কথা একদিন যার সঙ্গে নির্দ্বিধায় ভাগ করে নিতে পেরেছিলেন, কোনো সংকোচ ছিল না, এমন পুরুষকে চিরকাল মনে রাখে নারীরা। আর তাই তাদের ব্যাকআপ পার্টনার হিসেবে অনেক সময় ভেবে রাখে নারীরা। সমীক্ষায় অংশ নেয়া ১০ শতাংশ নারী স্বীকার করেছেন তাদের ব্যাকআপ পার্টনার তাদের প্রাক্তনও হতে পারে।
বর্তমান সম্পর্কে ক্রমেই যখন তলানিতে ঠেকে, সবকিছুই যখন তেতো হয়ে যায় ঠিক তখনই অন্য সম্পর্কে জড়ানোর কথা ভাবে নারীরা। তখনই নারী অপর পুরুষের সঙ্গে সম্পর্কের জড়ানোর চিন্তা-ভাবনা করে, যার থেকে মানসিক সুখ-স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে সে। আর তখনই কাজে আসে এই ব্যাকআপ পার্টনাররা। নিজের সুখ-দুঃখের সব গল্প তার কাছে উজাড় করেই তখন মনের কষ্ট লাঘব করতে চায় নারীরা। স্বাধীনতার সঙ্গে আপস না করে নতুন জীবন উপভোগ করতে চায় নতুন ভাবে।
তবে এক জনের সঙ্গে সম্পর্কে থাকাকালীন অবস্থায় পরপুরুষের সম্পর্ক রাখার বিষয়টি কি ঠিক? এ নিয়ে অবশ্য তর্ক বিতর্ক রয়েছে। অনেকের মতেই, এ তো একজন পুরুষের সঙ্গে প্রতারণার সমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।