Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক তৈরির কারখানায় লাগা আগুন ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, দুপুরে ইসলাম নীট কম্পোজিট লিমিটেডের কারখানার ৫ম তলায় আগুন লাগে। মূহুর্তে তা ছড়িয়ে পড়ে আশাপাশে। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও আশপাশ থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও মেলেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।