৫ ঘরোয়া উপায়ে ফিরবে ঠোঁটের গোলাপি আভা

লাইফস্টাইল ডেস্ক : ত্বক ও চুলের যত্নের প্রতি আমরা বেশ সচেতন থাকলেও, ঠোঁটের পরিচর্যায় সাধারণত আমরা তেমন মনোযোগ দিই না। দিনের পর দিন অযত্নের কারণে অনেক সময় ঠোঁটে কালচে দাগছোপ চলে আসে। ত্বকের মতো ঠোঁটেরও চাই নিজস্ব উজ্জ্বলতা। আমাদের ঘরেই এমন কিছু উপাদান রয়েছে, যেগুলো প্রয়োগ করে সহজেই ঠোঁটের ফ্যাকাশে ভাব দূর হতে পারে। জেনে নিন সেগুলো কী কী-

পাতিলেবুর রস
লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে, যা ঠোঁটের কালচে ভাব দূর করতে সাহায্য করে। ঠোঁটে সরাসরি টাটকা পাতিলেবুর রস লাগান। কয়েক মিনিট রেখে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মধু
মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে, শুষ্কভাব দূর করে। ঠোঁটে মধু ভালোভাবে লাগিয়ে ১৫ মিনিট ধরে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপরই দেখুন ফল!

শসা
শসাও ত্বককে হাইড্রেট করে এবং ত্বকের জ্বালা, যন্ত্রণা কমায়। ঠোঁটে শসার রস বা শসার পাতলা স্লাইস লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এতেই মিলবে সফল।

হলুদ
হলুদে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। মধুর সঙ্গে হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে ঠোঁটে লাগান। কয়েক মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পুদিনা
পুদিনা পাতা বেটে তার রস বার করে ঠোঁটে লাগান। অথবা এই পাতা বাটাও লাগাতে পারেন। ১৫ মিনিট পর ঠোঁট ধুয়ে ফেলুন।