জুমবাংলা ডেস্ক: হঠাৎ করেই খামারে ৬ ছয় মণ ওজনের একটি ষাঁড় অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই গরুটির নড়াচড়াও বন্ধ হয়ে যায়। তাই মৃত ভেবে কাউকে কিছু না জানিয়ে কসাই বাচ্চু মিয়া নিজেই গরুটি জবাই করেন। পরে গোপনে বস্তায় ভরে গরুর কিছু অংশ বিক্রির জন্য বাহিরে পাঠান। অবশিষ্ট মাংস তৈরির প্রক্রিয়া করা হচ্ছিল। বিষয়টি প্রতিবেশীরা জানতে পারলে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মীকে জানান। এরপর গণমাধ্যমকর্মীদের মাধ্যমে উপজেলা ও পৌর প্রশাসন ঘটনা সম্পর্কে অবগত হন। পরে গতকাল বুধবার সন্ধ্যায় সরেজমিনে হাজির হন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কাওসার হাবিব ও ভাঙ্গুড়া পৌরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষণিক অবশিষ্ট প্রায় ৫ মণ মাংস মাটিচাপা দিয়ে কসাই বাচ্চু মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেন ওই দুই কর্মকর্তা।
তবে রাতের আঁধারে বাচ্চু মিয়া মাটিতে পুঁতে রাখা গরুর মাংস তুলে নিয়ে আবারও বাজারে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তবে বাচ্চু মিয়া তা অস্বীকার করেছেন। অভিযুক্ত কসাই বাচ্চু মিয়া পাবনার ভাঙ্গুড়া পৌরশহরের হারোপাড়া মহল্লার বাসিন্দা। শহরের বড়াল ব্রিজ রেল স্টেশনের পাশে তার মাংসের দোকান রয়েছে।