জুমবাংলা ডেস্ক : বড়লেখায় পাঁচ মাতালকে তিন মাসের জেল দিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান।
বড়লেখা উপজেলা ইউএনও অফিস সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার দক্ষিনভাগ বাজারে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭.০০ টায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনার সময়ে ৫ জন কে মাতাল অবস্থায় দেশীয় মদ সহ আটক করা হয়।এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেক কে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতকে বড়লেখা থানার এস আই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান বলেন,মাদকের বিরুদ্ধে বড়লেখা উপজেলার প্রশাসন ও পুলিশের শক্ত অবস্থান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।