Views: 553

জাতীয়

৬০ কিমি বেগে ঝড় আসছে, হুশিয়ারি সংকেত

শনিবার উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সকাল ও সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। রোববার (৯ মে) পশ্চিম, মধ্য ও দক্ষিণাঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকেও এক নম্বর হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (৮ মে) রাতে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য পাওয়া গেছে। নদীবন্দরগুলোকেও এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, যশোর, খুলনা, সিলেট, নোয়াখালী ও বরিশাল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস বলেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় রোববার (৮ মে) সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৯ মে) নাগাদ বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আরও পড়ুন

দুই মাসের মধ্যে দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু

rony

শালির সঙ্গে শফিকের অনৈতিক সম্পর্ক, জান্নাতুলকে জেলে পাঠান মা

Shamim Reza

রাজধানীতে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

Shamim Reza

ক্ষমতায় বসে শুধু নিজে খাব, সেটা তো না: প্রধানমন্ত্রী

rony

আবু ত্ব-হাকাণ্ডে চাকরি গেল সেই বন্ধু সিয়ামের

rony

রাত পোহালেই ২০৪ ইউনিয়ন পরিষদে ভোট

rony