বিনোদন ডেস্ক: ভারতে কোভিড পরিস্থিতিতে একদিকে যখন হাহাকার তখন বলিউড সেলিব্রেটিদের নতুন বাড়ি কেনায় বিনিয়োগ চলছেই। জাহ্নবী কাপুর, অর্জুন কাপুর, হৃতিক রোশন, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনের পর এবার বিলাসবহুল বাড়ি কেনার তালিকায় জুড়ল অজয় দেবগনের নামও। খবর জিনিউজের।
সূত্রের খবর, মুম্বাইয়ের জুহুতে ৬০ কোটি টাকা দিয়ে নতুন বাড়ি কিনেছেন অজয়।
জানা যাচ্ছে, ৫৯০ স্কোয়ার ইয়ার্ডের অজয়ের নতুন বাংলো তার পুরোনো বাড়ি ‘শক্তি’ এর কাছাকাছিই। গত বছর থেকেই নতুন বাড়ির সন্ধানে ছিলেন অজয় ও কাজল। অবশেষে তা হল। গত বছর নভেম্বরেই এই ডিল ফাইনাল হয়। এবং সব প্রক্রিয়া শেষে অবশেষে চলতি বছরের এপ্রিল মাসে অজয় ও তাঁর মায়ের নামে নথিভুক্ত ঐ বাংলো। সব মিলিয়ে নতুন বাংলোর সাজগোজে এখন ব্যস্ত বলিউডের এই দম্পতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


