Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ৯০ হাজার পিস টি-শার্ট দিয়েছে তৈরি পোশাক খাতের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
আজ রবিবার (১৫ মার্চ) রাজধানীরে সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউটে বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটি বাস্তবায়নের প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর কাছে এই টি-শার্ট হস্তান্তর করেন।
রুবানা হক বলেন, পোশাক খাতে এখন সংগ্রামের দিন চলছে। তবুও বাঙালি কখনো পরাস্ত হওয়ার জাতি নয়। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।