আন্তর্জাতিক ডেস্ক : চলমান গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে ইসরাইলের নির্মাণ খাতে কাজ করতো ফিলিস্তিনি শ্রমিকরা। যুদ্ধ শুরু হওয়ার পর তাদের ছাঁটাই করে দিয়েছে দখলদার দেশটি। এখন ওই শূন্যতা পূরণ করতে ভারত ও শ্রীলঙ্কাসহ নানা দেশ থেকে ৬৫ হাজার কর্মী নিচ্ছে তারা।
রোববার (৪ ফেব্রুয়ারি) ইসরাইলভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরাইল এই তথ্য জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, চলমান গাজা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরাইলি নানা ভবন। এছাড়া আরো অনেক ভবন নির্মাণের কাজ স্থগিত করা হয়েছে। ওসব নির্মাণ ও মেরামতের জন্য তারা ভারত, শ্রীলঙ্কা ও উজবেকিস্তান থেকে ৬৫ হাজার শ্রমিক নেবে।
এর আগে এই খাতে প্রায় ৭২ হাজার ফিলিস্তিনি শ্রমিক কাজ করতো। নিরাপত্তাজনিত কারণে তাদের ছাঁটাই করা হয়েছিল। এখন নির্মাণ খাতে মাত্র ২০ হাজার বিদেশী কর্মী রয়েছে।
আবাসন মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকেই বিদেশী কর্মীরা আসতে শুরু করবে।
সূত্র : টাইমস অফ ইসরাইল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।