
জুমবাংলা ডেস্ক : নিখোজের ছয়দিন পরও সন্ধান মেলেনি বরিশালের গৌরনদী উপজেলার গোবর্দ্ধন গ্রামের মাদ্রাসা ছাত্র হাফেজ নাঈমের। এ ঘটনায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে তার পিতা-মাতা ও স্বজনদের।
জানাগেছে, উপজেলার গোবর্দ্ধন গ্রামের বাসিন্ধা মোঃ মোশারেফ সরদারের ছোট ছেলে ও উপজেলার রামসিদ্দি গ্রামের হামিয়া সুন্নাহ কওমী মাদ্রাসার শুনানীর ছাত্র হাফেজ নাঈম (১৪) গত ৭ ফেব্রুয়ারী বেলা ১১টার দিকে পায়ে হেটে প্রায় তিন কিলোমিটার দুরত্বের মাদ্রাসার উদ্দেশে রওনা হয়। ওইদিন সন্ধ্যায় নাঈমের মা-বাবা তার রাতের খাবার নিয়ে মাদ্রাসায় গিয়ে জানতে পারেন সে মাদ্রাসায় যায়নি। এর পর থেকে নাঈমের খোঁজ মিলছে না।
তাদের সকল আত্নীয়-স্বজনের বাড়ি এবং বিভিন্ন জায়গায় খুঁজেও নাঈমের কোনো সন্ধান মেলেনি। নাঈমের বাবা মা নানা শঙ্কায় দিনাতিপাত করছেন। এ ব্যাপারে নাঈমের বাবা মোশারেফ সরদার শুক্রবার গৌরনদী মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, মাদ্রাসা ছাত্র হাফেজ নাঈমকে খুজে পেতে দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। তার সন্ধান পেতে থানা পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।