বিনোদন ডেস্ক: সম্প্রতি সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের জন্ম দিয়েছেন দক্ষিণের তারকা দম্পতি নয়নথারা এবং ভিগনেশ শিবান। তারকা দম্পতির আনন্দের এই সংবাদে সকলে উচ্ছ্বাস প্রকাশ করলেও তামিলনাড়ু সরকার সেই আনন্দকে বিতর্কে রুপ দিয়েছে। এই দম্পতির বিরুদ্ধে সারোগেসির বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। বিষয়টি নিয়ে ভক্তদের মাঝেও বেশ বিতর্কের ঝড় ওঠেছে।
এবার সেই বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন এই দম্পতি।
তামিলনাড়ু সরকার বলেছে যে দম্পতি সারোগেসি আইন লঙ্ঘন করেছে কিনা তা পরীক্ষা করার জন্য তারা তদন্ত করবে। তদন্তের স্বার্থে নয়নথারা এবং ভিগনেশ শিবান একটি হলফনামা দাখিল করেছেন এবং উল্লেখ করেছেন যে তারা ছয় বছর আগেই তাদের বিবাহ নিবন্ধন করেছেন এবং সারোগেসির মাধ্যমে যমজ সন্তান নিয়েছেন। তাদের সন্তানদের ‘সারোগেট মা’ তাদের একজন আত্মীয়। তিনি দুবাই থাকেন।
একটি হলফনামায় নয়নথারা এবং ভিগনেশ প্রকাশ করেছেন যে তাদের বিয়ে ছয় বছর আগেই নিবন্ধিত হয়েছিল। প্রমাণ হিসেবে দুজনে তাদের বিয়ের সার্টিফিকেটও দিয়েছেন। ২০২২ সালের ৯ জুন মহাবালিপুরমে একটি বিরাট অনুষ্ঠানের মাধ্যমে সকলের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন এই তারকা দম্পতি। তারা আরও প্রকাশ করেছেন যে তাদের সন্তানের ‘সারোগেট মাদার’ দুবাই থাকেন। তিনি তাদের আত্মীয়। তাঁর সম্মতিতে আইনিভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে কোনো আইন ভঙ্গ করা হয়নি।
এই তারকা দম্পতি আরো বলেছেন যে তারা ভারতে বাণিজ্যিক সারোগেসি নিষিদ্ধ হওয়ার কয়েক সপ্তাহ আগে অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বরে সারোগেসির জন্য নিবন্ধন করেছিলেন। ২০২২ সালের জানুয়ারী থেকে ভারতে সারোগেসি অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে যেসব ক্ষেত্রে দম্পতিরা সন্তান জন্মদানে অক্ষম, সেসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে সারোগেসির মাধ্যমে সন্তান নিতে পারবেন। ’
প্রায় পাঁচ বছর ডেট করার পর এই জুনে বিয়ে করেন নয়নথারা এবং ভিগনেশ শিবান। গত সপ্তাহে এই দম্পতি সারোগেসির মাধ্যমে যমজ ছেলেদের বাবা-মা হয়েছেন। ভক্ত অনুরাগীদের শুভেচ্ছায় ভাসলেও তামিলনাড়ু সরকার এই দম্পতির সারোগেসির বিষয়ে তদন্ত করার আহ্বান জানান। এরপর থেকেই বিতর্ক শুরু হয় দম্পতিকে ঘিরে। অবশেষে সেই বিতর্কে নিজেদের নৈতিক অবস্থান স্পষ্ট করলেন এই তারকা দম্পতি।
সূত্র : পিঙ্ক ভিলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।